হালচাল নিউজ ডেস্ক –
কুষ্টিয়ার কৃতি সন্তান সৈয়দা মঞ্জুয়ারা সুলতানা কল্পনা সিদ্ধেশ্বরী গার্লস কলেজের নতুন অধ্যক্ষ হওয়ায় ভেড়ামারা অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
রাজধানীর বেসরকারি সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক সৈয়দা মঞ্জুয়ারা সুলতানা কল্পনা । তিনি ইডেন সরকারি কলেজে কর্মরত ছিলেন। তাকে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
বৃহস্পতিবার প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।
জানা গেছে, সৈয়দ মঞ্জুয়ারা সুলতানা কল্পনা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত অধ্যাপক। তিনি ইডেন মহিলা কলেজে সংযুক্ত ছিলেন। তাকে প্রেষণে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে।
সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়া অধ্যাপক সৈয়দা মঞ্জুয়ারা সুলতানা কল্পনার বাড়ি কুষ্টিয়ার জুগিয়ায়।
সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ায় অধ্যাপক সৈয়দা মঞ্জুয়ারা সুলতানা কল্পনাকে ভেড়ামারা অনলাইন প্রেস ক্লাবের পক্ষ অভিনন্দন ও শুভেচ্ছা।
Devoloped By WOOHOSTBD