পহেলা জানুয়ারি এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলীর জন্মদিন উপলক্ষে ৩ জানুয়ারি রোজ শুক্রবার দোয়া, আলোচনা সভা ও দুই টাকায় স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার পরিবেশনের মধ্যে দিয়ে জন্মদিন উদযাপন করা হয়।
এই সময় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এডভোকেট মোহাম্মদ হাসান, প্রধান আলোচক ছিলেন হামজার দিঘির পাড় জামে মসজিদের ইমাম হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের আল কাদেরী, সংগঠনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, দুই টাকায় স্কুলের ত্রাণ সম্পাদক মোঃ সোহাগ, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মীম, মোঃ আজগর, মোঃ রিয়াজ প্রমূখ।
এই সময় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী বলেন, এই জন্মদিন পালনের উদ্দেশ্য হল সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো। তাই প্রতি বছর শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ নিয়ে এভাবে আয়োজন করা হয়।
পরিশেষে খাবার পরিবেশন ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
Devoloped By WOOHOSTBD