সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করা সামাজিক সংগঠন কাম ফর আন প্রিভিলিজড চাইল্ড সি ইউ সি কর্তৃক পরিচালিত ৬১ সাউথ সেন্ট্রাল রোড নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনায় অবস্থিত সি ইউ সি স্কুলে ২০২৫ সালের শিক্ষাবর্ষের প্রথম দিনে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি ইউ সির উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ রোভার স্কাউটের জাতীয় নেতা জনাব শিকদার রুহুল আমিন, সিইউসির উপদেষ্টা ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কর্মকর্তা রোটারিয়ান সরদার আবু তাহের, সিইউসির উপদেষ্টা ও খুলনা নেসারিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা ডি এম নুরুল ইসলাম। সি ইউ সি সভাপতি জনাব মোঃ শাহিন হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা রাখেন সি এস সি সাধন সম্পাদক মোহাম্মদ ইমদাদ আলী, সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, সহকারী প্রধান শিক্ষক কারীমা আক্তার, মিম আক্তার মনিকা,ড্রইং শিক্ষক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, হ্যান্ড রাইটিং শিক্ষক ধনঞ্জয় রায়, মোহাম্মদ মামুনুর রশিদ, গোলাম মোস্তফা বাবুল। অনুষ্ঠানে সি ইউ সির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Devoloped By WOOHOSTBD