সুনামগঞ্জে র্যাব-৯,সিলেট ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সুনামগঞ্জ জেলা সদর থানাধীন রাধানগর পয়েন্ট বাজার হতে ০৭ টি Neogel 90 Explosive উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি -৩ সুনামগঞ্জ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল ২১ অক্টোবর সুনামগঞ্জ জেলা সদর থানাধীন রাধানগর পয়েন্ট অভিযান পরিচালনা করে ৭টি বিস্ফোরক (NEOGEL,90)SBL ENERGY LIMITED EXPLOSIVE (Class-2)125gms, Village YENVERA, DIST-NAGPUR 441502(MS.INDlA) উদ্ধার করতে সক্ষম হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অজ্ঞাত নামা বিস্ফোরক দ্রব্য আইনে এজাহার দায়ের পূর্বক জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়াও র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয় বিস্ফোরকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
Devoloped By WOOHOSTBD
It’s like you’re reading my thoughts! You seem so knowledgeable about this topic, almost like you’ve written the book on it. A few more visuals might enhance it even more. I’ll certainly be back!