গতকাল ২জুন’২৪ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরাস্থ গুল আহমেদ জুট মিলসের সম্মেলন কক্ষে ২ দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিজি) বাণিজ্য মন্ত্রনালয় ও বাংলাদেশ জুট গুড্স এক্সপোর্ট অ্যাসোসিয়েশন (বিজেজিইএ) আয়োজিত এ কর্মশালায় চট্টগ্রামের তৃণমূলের নারীসহ ৪০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
বিজেজিইএ সেক্রেটারি মোহাম্মদ হাসানুল ইসলামের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এস আহমেদ মজুমদার। কর্মশালায় উপস্থিত ছিলেন গুল আহমেদ জুট মিলস উপ- মহাব্যবস্থাপক বিপনন কর্মকর্তা এস এম মঈনুল করিম, উৎপাদন কর্মকর্তা মোঃ রফিকুল আলম পাটোয়ারী, সায়েদুল হক, বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) বানিজ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক সফিকুল আলম, বিজেজিইএ সেক্রেটারি লিটন রায়, অফিস নির্বাহী মাসুদ গত্তহার, জেডিপিসি চট্টগ্রাম সেন্টার ইনচার্জ স্বপন চন্দ্র মোহন্ত, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, কামরুল ইসলাম দুলু,। উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ ওসমান হোসেন, আমেনা বেগম, নিলু আকতার, তুলি, নার্গীস আকতার, ড. সন্তোষ মজুমদার, শান্তা চৌধুরী, কাউসারুল নেছা, উইচি মারমা ও রাহুল প্রমূখ।ঊল্লখ্য, কর্মশালায় উদ্যোক্তারা তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা কথা তুলে ধরেন। উল্লেখযোগ্য হলো কাচাঁমাল স্বল্পতা যাহা উদ্যোক্তাদের ঢাকা উপর নির্ভর হয়ে থাকতে হয়। উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে আরও আধুনিক উপযোগী করে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়।
##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা,সীতাকুণ্ড
চট্টগ্রাম।
Devoloped By WOOHOSTBD