চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মোটর সাইকেল দুর্ঘটনায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনোয়ার হোসাইন (৪২)নিহত হন।
সোমবার(২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ১নং বারৈয়াঢালা ইউনিয়নের আনোয়ার হোসাইন বাড়ি থেকে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে জামায়াতের একটি প্রোগ্রামে যোগ দিতে সীতাকুণ্ড বাজারের দিকে যাচ্ছিলেন তিনি ৷ পথে পৌরসভার পন্থিছিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কসাই খানার সামনে একটি বেপরোয়া মিনি পিকআপ ধাক্কা দিলে তিনি সড়কের উপর চিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন৷নিহত আনোয়ার উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব ধর্মপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইছহাকের ছেলে। তিনি বারৈয়াঢালা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান। এদিকে দুর্ঘটনায় বারৈয়ারঢালা ইউনিয়নের জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনোয়ার হোসাইন এর আকস্মিক মৃত্যুতে সীতাকুণ্ড উপজেলা জামায়াত ইসলাম, ছাত্রশিবির সীতাকুণ্ড শহর সাথী শাখা এক বিবৃতিতে গভীর শোক জানিয়েছেন।
Devoloped By WOOHOSTBD