জাতীয় মানবাধিকার সংস্হা সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি সীতাকুন্ড উপজেলা শাখার উপদেষ্টা ও সীতাকুণ্ডে অসহায় মানুষের ঠিকানা ফাউন্ডেশন এর সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও মানবিক মানুষ ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা’র পিতার জিয়াফত ও দোয়া অনুষ্ঠিত।
২৪জানুয়ারী শুক্রবার ১২ টায় চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কাজী পাড়া নিজ গ্রামে ইন্জিনিয়ার কামরুদ্দৌজার বাড়িতে আয়োজিত জিয়াফত অনুষ্ঠানে দোয়ার মোনাজাত করেন সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ষুবাইদিয়া মহিলা মাদ্রার প্রিন্সিপাল মাওলানা মু,নুরুল কবির।এ সময় উপস্হিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার সাবেক কাউন্সিলর জামায়েত নেতা মু,আবু তাহের,মানবাধিকার সংস্হা সাকসেসের সভাপতি ইকবাল হোসেন শিবলু,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,মানবাধিকার কর্মী ও দৈনিক হালচাল নিউজ প্রতিনিধি মোঃআওরঙ্গজেব ভূঁইয়া রাজু,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লখ্য, গত সোমবার রাত ১০.০৩ মিনিটে বার্ধক্যজনিত কারনে ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা‘র পিতা মোঃআনিছুল হক মেম্বার ইন্তেকাল করেন।তিনি অধুনালুপ্ত আনোয়ারা জুট মিলস এর সাবেক সিবিএ নেতা ও পরবর্তীতে বাশঁবাড়ীয়া ইউনিয়নের মেম্বার নির্বাচিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে জনসেবা করে যান। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিলো৯০ বছর।মৃত্যুকাললে তিনি তিন ছেলে, এক মেয়ে, নাতি নাতনী অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা ‘র পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন মানবাধিকার সংস্হা সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি সহ বিভিন্ন সামাজিক সংগঠন। শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Devoloped By WOOHOSTBD