চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. সিফাতুল ইসলাম সিফাত(২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাতি লোটা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সিফাত উপজেলার মুরাদপুর ইউনিয়নের ঢালিপাড়া এলাকার মৃত আবুল বশরের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, রাতে উপজেলার বাড়বকুণ্ড বাজার থেকে কাজ শেষে ঢাকামুখী সড়কে বাড়ি ফিরছিলেন মোটরসাইকেল আরোহী সিফাত। মহাসড়কের হাতিলোটা রাস্তার মাথা এলাকা অতিক্রমকালে একইমুখী একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং রাস্তা থেকে প্রায় ২০ ফুট দূরে ছিটকে পড়ে সিফাত এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আব্দুল হাকিম আজাদ বলেন, দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা,সীতাকুণ্ড
চট্টগ্রাম।
Devoloped By WOOHOSTBD