চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
গতকাল ১৩ জানুয়ারি সোমবার দুপুরের দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পৌর সদরের বিভিন্ন দোকোনে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইলকোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. রফিকুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন সীতাকুন্ড মডেল থানার পুলিশ এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক প্রমুখ।
এসময় বাজারের দোকানে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না থাকায় অননুমোদিত রং ব্যবহার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা মতে মোট ছয়টি প্রতিষ্ঠান মালিকদের জরিমানা করা হয়। তারা হলেন,মো.জাফরকে ৫ হাজার টাকা, মো. বেলাল হোসেনকে ২ হাজার টাকা, মো নিজামকে ১ হাজার টাকা, কামরুল হাসানকে ১ হাজার টাকা, মাজিদুল ইসলাকে ৩শত টাকা,ও মো. শাহাদাত হোসেনকে ৫০ হাজার টাকাসহ মোট ৫৯ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়।
Devoloped By WOOHOSTBD