
এ জেড ভূঁইয়া,সীতাকুণ্ড(চট্টগ্রাম)।।
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরের দেওয়ান পুকুরে ডুবে মোঃ বিজয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয়সূত্রে জানাযায়, শুক্রবার বেল ৩টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সীতাকুন্ড বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন দেওয়ান পুকুরের পাশে চট্টগ্রাম মুখী একটি মিনি ট্রাক(চট্ট মেট্রো-ন ১২-০২২৬) দাড়ায়। এসময় গাড়ীর হেলফার মোঃ বিজয় (২২) বালতি নিয়ে পুকুর থেকে পানি আনার সময় পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় বিজয় পুকুরে ডুবে যায়। এসময় ট্রাকের ড্রাইভার তাকে উদ্ধার করতে চেষ্টা করে কিন্তু ড্রাইভার ও সাঁতার না জানায় সে তাকে উদ্ধার করতে পুকুরে নামেনি। তার চিৎকারে স্থানীয়ারা উদ্ধারের চেষ্টা করে।খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসলেও কিন্তু ডুবুরি না থাকায় ফায়ার সার্ভিস কর্মীরাও দিঘীত নামতে দেরী করে। উপায় না দেখে স্থানীয় ৩/৪জন যুবক দিঘীতে নামলে সাথে ফায়ারসার্ভিস কর্মীরাও নামে।। একটু পরেই বিজয়ের লাশ উদ্ধার করে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে সীতাকুণ্ড হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এ বিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল জানন, পানি আনতে গিয়ে পুকুরে পড়ে যায় যুবকটি। সাঁতার না জানায় সে দিঘিতে ডুবে যায়। পরে লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করা হয়। মৃত বিজয়ের পিতার নাম মো:কামাল উদ্দিন তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে।
##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা,সীতাকুণ্ড
চট্টগ্রাম।