সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।
আজ ২৫ জানুযারী দুপুরে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ডিসি পার্কের মাসব্যাপী ফিতা কেটে ফুল উৎসবের শুভ উদ্বোধন করেন মন্ত্রী পরিষদের সচিব মাহবুব হোসেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে মেলা উদ্ভোধন কালে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জন প্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন,সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন পিপিএম,চট্টগ্রামের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি বলেন, এই স্হানে এক সময় মাদকের স্বর্গরাজ্য ছিল,চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে একটি সঠিক সিদ্ধান্তে আজ এখানে ১২৭ রকমের ফুলের সু- গন্ধ বেসে বেড়াচ্ছে,
দেশের বিভিন্ন জেলা থেকে শত শত ব্রমন পিপাসুরা এখানে এসে ফুলের সু-গন্ধি নিচ্ছে, এই পার্ক ভিন্ন রকমের একটি পর্যটন স্হানে রুপান্তিত হয়েছে দেখে মুগ্ধ হচ্ছেন সবাই,শত শত পর্যটক সেল্ফি তোলেন এখানে ফুল কে আঁকড়ে ধরে।
##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা, সীতাকুণ্ড
চট্টগ্রাম।