চট্টগ্রামের জেলার সীতাকুণ্ড উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডবলমুরিং খানার পুলিশ।
সীতাকুণ্ড উপজেলা যুবদলের পুনর্মিলনী অনুষ্ঠানে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরিফুল ইসলাম চৌধুরী রাজু (৫৫) সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন ২নং ওয়ার্ডের মৃত দিদারুল আলম চৌধুরীর ছেলে। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার বলেন, ‘সীতাকুণ্ড যুবদলের একটি পুনর্মিলনী অনুষ্ঠানে হামলা করা মামলার আসামি আরিফুল আলম চৌধুরী চট্টগ্রামের ডবলমুরিং থানার একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি।ডবলমুরিং থানার পুলিশ বৃহস্পতিবার রাতে আরিফুল আলম চৌধুরীকে চট্টগ্রাম নগরীর মনছুরাবাদের এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
Devoloped By WOOHOSTBD