চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্হিত ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজির (আইএইচটি) এর বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
৩ নভেম্বর রবিবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় সকাল ১০ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে তারা।
ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের একটি ইউনিট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে অবরোধ করে।
গত ১২ দিন ধরে এই কর্মসূচি চলে আসছে বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে।
বিক্ষোভ মিছিলে দাবি উপস্থাপন করেন চট্টগ্রাম শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব হাবিবে রাব্বি। এ সময় আরও বক্তব্য রাখেন রাণী আক্তার, সাইফুল ইসলাম, আনসার আলী, মিজান ও আজিজুর রহমান প্রমুখ। ডিপ্লোমাধারী এবং গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ছাত্রছাত্রীরা উপস্থিত হয়ে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে।
স্বতন্ত্র অধিদপ্তর গঠন ও দশম গ্রেড পদমর্যাদার পাশাপাশি স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু, নবম গ্রেডের পদসৃষ্টি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগ বিধিতে অন্তর্ভুক্তির দাবি তাদের।
একই সঙ্গে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগবিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন, টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। এছাড়া সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করার দ্রুত দাবি জানানোর পাশাপাশি প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা।
Devoloped By WOOHOSTBD