সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) সৈয়দ হারুন অর রশিদ, বিপিএম সুনামগঞ্জ সদর সার্কেল অফিস দ্বি-বার্ষিক এবং পুলিশ অফিসের হিসাব শাখা ১ম অর্ধ-বার্ষিক পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার (২৩ মে ২০২৪ খ্রি.) দুপুর পৌনে ১টায় অতিরিক্ত ডিআইজি উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান। পরে তিনি সুনামগঞ্জ সদর সার্কেল অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পরিদর্শন করেন।
সদর সার্কেল অফিস পরিদর্শন শেষে দুপুর আড়াইটায় অতিরিক্ত ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা। অতিরিক্ত ডিআইজি পুলিশ অফিসের হিসাব শাখায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পরিদর্শন করেন। অতিরিক্ত ডিআইজি সুনামগঞ্জ সদর সার্কেল অফিস ও পুলিশ অফিসের হিসাব শাখার সার্বিক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ চৌধুরী ও বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক উপস্থিত ছিলেন।
Devoloped By WOOHOSTBD