অনলাইন সাংবাদিকতার মূল প্রতিপাদ্য ঃ
🔤 সবার আগে
🔤 সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ।
বিশ্বের অনেক নামীদামি পত্রিকা তাদের ছাপা সংস্করণ বন্ধ করে দিয়ে, শুধু অনলাইন নির্ভর হয়ে পড়েছে। টিভি মিডিয়াও এখন গড়ে তুলেছে অনলাইন প্ল্যাটফর্ম।
অনলাইন সাংবাদিকতা হচ্ছে ” “টি-টোয়েন্টির ব্যাটিংয়ের মতো ঝুকিপূর্ণ ”
অনলাইন সাংবাদিকতা ২৪ ঘন্টা সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করতে হয়।
ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার অনলাইনকে অনেক সহজ ও সময়পোযোগী করে দেওয়ায় তথ্য প্রযুক্তি খাতে ঘটেছে ব্যাপক বিপ্লব ঘটেছে।
উন্নত পৃথিবীর মতো বাংলাদেশ দ্রুত বদলে স্মাট বাংলাদেশ গড়ার পথে – –
দিনদিন পরিবর্তিত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন যাপন। বদলে যাচ্ছে চিন্তা, রুচি আর দীর্ঘদিনের চলমান অভ্যাস। জ্ঞানবিজ্ঞানের উন্নয়নের ধারাবাহিকতায় প্রযুক্তির ব্যাপক পরিবর্তন ঘটছে। এসব পরিবর্তনের সঙ্গে বদলে যাছে সংবাদপত্র বা সাংবাদিকতার সনাতনী ধারাও।
ক্রমেই প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে আগামী দিনের সাংবাদিকতা। খবর জানতে এখন আর কাগুজে সংবাদপত্রের জন্য অপেক্ষা করে না মানুষ। দ্রুত খবর জানতে আশ্রয় নেয় ইন্টারনেটের। বাংলাদেশেও প্রায় সব শীর্ষ সংবাদপত্র এখন প্রিন্ট কপির পাশাপাশি অনলাইন সংস্করণ প্রকাশ করছে। প্রিন্ট মিডিয়া ছেড়ে অনলাইন মিডিয়ার দিকে ঝুঁকছে পাঠক। বিকাশের সঙ্গে সঙ্গে জনপ্রিয়ও হয়ে উঠছে অনলাইন পত্রিকা বা সংবাদ সংস্থাগুলো।
মূলত ইন্টারনেটভিত্তিক সংবাদমাধ্যমকেই অনলাইন সংবাদমাধ্যম বলা হয়। অনলাইন সাংবাদিকতা বলতে বোঝায় ইন্টারনেট পত্রিকা বা গণমাধ্যমে সাংবাদিকতা। বিশ্বকোষ উইকিপিডিয়া এ ব্যাপারে বলা হয়েছে- Online journalism is defined as the reporting of facts produced and distributed via the Internet.images.
আমাদের দেশেও এখন অনেকগুলো অনলাইন সংবাদ মাধ্যম রয়েছে যেগুলো পুরোপুরি পেশাদার। যেমন বাংলা ট্রিবিউন, ঢাকা পোস্ট, বিডি নিউজ, এবিসি ন্যাশনাল নিউজ২৪, দৈনিক হালচাল নিউজ. কম ইত্যাদি।
Devoloped By WOOHOSTBD