সুনামগঞ্জের মধ্যনগরে ১ কেজি গাঁজা বহনের সময় নৌ চালকসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
শনিবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার সময় মধ্যনগর সদর ইউপির অন্তর্গত তেলিপাড়া (খলাহাটি) সাকিনস্থ মাহবুব আলম ফারুকীর ধানের গোডাউনের সামনে সুমেশ্বরী নদীর পূর্বপাড় থেকে তাকেরকে গ্রেফতার করা হয়। মধ্যনগর থানার চৌকস পুলিশ অফিসার এসআই মোঃ মশিউর রহমানের নেতৃত্বে এসআই রফিজুল মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।এসময় একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন সদর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত: মোঃ হফিজ মিয়ার ছেলে মোঃ সুলতান(৪৫) এবং খালিশাকান্দা গ্রামের মৃত: আহম্মদ আলীর ছেলে (সহযোগী) মোঃ ওবায়দুল্লা্হ্ (২৮),
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছি।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
Devoloped By WOOHOSTBD