আল্লাহর ইচ্ছায় প্রকৃতির
অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে
এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে নওগাঁর, মহাদেবপুর উপজেলার ৩ নং খাজুর ইউনিয়নে শীতবস্ত্র
বিতরণ করা হয়।
রবিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ৩ নং খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খাজুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্জিনিয়ার মোঃ বেলাল উদ্দিন এর নিজ উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।
চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন বলেন, সরকারি কম্বল বিতরণের পাশাপাশি আমার নিজ উদ্যোগে কম্বল বিতরণ
করে যাচ্ছি। ফলে হয়তো শীতার্ত মানুষের কষ্ট কিছুটা কমবে। এসময় তিনি আরো বলেন, শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সমাজের বিত্তবানদের মানবতার হাত বাড়িয়ে দেয়ার
আহ্বান জানান তিনি।
Devoloped By WOOHOSTBD