রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র্যাব-৫ বিভিন্ন সময় পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার, ধর্ষন মামলার আসামী গ্রেফতার, অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার , জঙ্গী দমন, আসামী গ্রেফতার, ভিকটিম উদ্ধার ও যাবজ্জীবন বা মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের অভিযান পরিচালনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ন মামলার আসামী গ্রেফতার করে থাকে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সদর কোম্পানীর আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সপুরা কাঠমিলের সামনে পাঁকা তিন রাস্তার উপর চেকপোস্ট করাকালীন সময়ে ০২ জন পেশাদার মাদক কারবারীকে মাদকদ্রব্য’সহ গ্রেফতার করতে সক্ষম হন।
অভিযানে গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, ১। মোঃ আকাশ (২৫), পিতা- মোঃমুন্না, সাং-শিরোইলকলোনী (১নং গলিস্কুল মাঠ), থানা- চন্দ্রিমা, ২। মোঃ নুর আলম (২৯)(ইজিবাইক ড্রাইভার), পিতাঃ মৃত- আব্দুস সোবহান, সাং- টিকাপাড়া (দিনার বাড়ীর ভাড়াটিয়া), থানা-বোয়ালিয়া, রাজশাহী মহানগরদ্বয়কে ৩৪৫ বোতল দেশীয় প্রক্রিয়াজাত চোলাইমদ, যাহার ওজন- ১১৫ লিটার দেশীয় প্রক্রিয়াজাত চোলাইমদসহ র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল ইং-১১/০৮/২৩ তারিখ অভিযান পরিচালনা করে রাত্রী- ০২.৪০ ঘটিকার গ্রেফতার করতে সক্ষম হন।
অভিযান চলাকালীন সময় তাহাদের নিকট হতে যথাক্রমে, (ক) ০১টি ইজিবাইক, (খ) ০২টি মোবাইল ফোন, (গ) ০২টি সীমকার্ড উদ্ধার করা হয়েছে। ১নং আসামী মোঃ আকাশ (২৫) এর বিরুদ্ধে ১/ আরএমপি এর শাহমুখদুম থানার মামলা নং-১৭, তারিখ- ২২/১০/২০২২, ধারা: মাদকদব্য নিঃ আঃ ২০১৮,এর৩৬(১) সারণির২৪(গ)/৩৮/৪১,।
২/ আরএমপি এর বোয়ালিয়া থানার মামলা নং- ১৯, তারিখ: ২২/০১/১৯, ধারা: মাদকদ্রব্য নিঃ আইন ১৯৯০ এর ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৫৪/৩৮০/৪২৭/৫০৬(২) পেনালকোড- ১৮৬০ বিচারাধীন এবং ২নং আসামী মোঃ নুর আলম (২৯)এর বিরুদ্ধে ১। আরএমপি এর শাহমুখদুম থানার মামলানং-১৭, তারিখ ২২/১০/২০২২, ধারা: মাদকদব্য নিঃ আঃ ২০১৮, এর ৩৬(১) সারণির২৪(গ)/৩৮/৪১ এবং ২।আর এমপি এর বোয়ালিয়া থানার মামলানং- ৮৭, তারিখ: ২৪/১০/২২, ধারা: মাদকদ্রব্য নিঃ আইন ১৯৯০ এর ১৯(১) এর ৯(ক) বিজ্ঞ আদালতে বিচারাধীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জব্দকৃত চোলাইমদ সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তাহারা অত্র চোলাইমদ ব্যবসার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বোয়ালিয়া মডেল থানা, আরএমপি, রাজশাহীতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে ১১৫ লিটার দেশীয় প্রক্রিয়াজাত চোলাইমদ উদ্ধার পূর্বক ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ শুক্রবার (১১-ই আগষ্ট, ২০২৩ ইং) সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।
RUHUL AMIN, DHAKA-11/08/2023
Devoloped By WOOHOSTBD