রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী, ভেজাল পণ্য’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ৩০ জুলাই ২০২৩ ইং তারিখ দিবাগত-রাত ০৮ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা মিশন শিশাতলা নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন র্যাব।
অপারেশন চলাকালীন সময়ে মাদক কারবারির হেফাজত হতে যথাক্রমে, (ক) হেরোইন- ৫৭০ গ্রাম, (খ) নগদ টাকা- ৫৭,৭০০/- (সাতান্ন হাজার সাতশত) টাকা, (গ) মোবাইল ফোন- ০১ টি, (ঘ) সীম কার্ড-০১ টি উদ্ধার করতে সক্ষম হন।
অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ আব্দুল হালিম @ ঝমু (৪৪), পিতা- মৃত আলাউদ্দীন @ পচু, সাং- আমনুরা মিশন শিশাতলা, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর থানা, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারেন যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা মিশন শিশাতলা গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল হালিম @ ঝমু (৪৪) এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে।
বিষয়টি জানা মাত্রই র্যাবের একটি চৌকস অভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল হালিম @ ঝমু (৪৪) এর বসত বাড়িতে পৌঁছায়। এ সময় র্যাব সদস্যরা বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০১ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে র্যাবের টিম ০১ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা মিশন শিশাতলা নামক এলাকায় অপারেশন পরিচালনা করে, নগদ টাকা’সহ ৫৭০ গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ সোমবার (৩১-ই জুলাই, ২০২৩ ইং) সিপিসি-র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।
RUHUL AMIN, DHAKA-31/07/2023
Devoloped By WOOHOSTBD