রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, অপহরণ ও ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ইং ১৫ অক্টোবর ২০২৩ তারিখ ১৭:০০ ঘটিকা হইতে ২১:০০ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পরিচালক সন্জয় কুমার সরকার এর নেতৃত্বে নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন জামনগর,শালাইনগর, কালিকাপুর এবং পেড়াবাড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন সময়ে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রয় করার দায়ে যথাক্রমে, (ক) সিপিইউ- ০৪ টি, (খ) হার্ডডিক্স- ০৫ টি (গ) এসএসডি কার্ড- ০২ টি জব্দ করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ সম্রাট ইসলাম (২২), পিতা- মোঃ তুজাম্মেল হক, সাং- জামনগর শাহাপাড়া, ২। মোঃ সুমন আলী (৩০), পিতা-মোঃ বদর আলী, সাং-বাশবাড়িয়া শালাইনগর, ৩। মোঃ নয়ন আলী (৩০), পিতা- মোঃ আঃ হান্নান, সাং- কালিকাপুর দিয়ারপাড়া, ৪। মোঃ রিপন আলী (৪০), পিতা- মোঃ নাসির উদ্দিন, সাং- শালাইনগর পূর্বপাড়া, সর্ব থানা- বাগাতিপাড়া, জেলা- নাটোর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা জব্দকৃত আলামতে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র্যাব-৫, নাটোরের চলমান অভিযানে বাগাতি পাড়ায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ০৪ অসাধু ব্যাবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ সোমবার (১৬ অক্টোবর, ২০২৩ ইং) সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।
RUHUL AMIN, DHAKA-16/10/2023
Devoloped By WOOHOSTBD