• সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজশাহীর তানোর উপজেলায় উলামা মাশায়েখ সম্মেলন তাহিরপুর থানা পুলিশের অভিযানে বালু ভর্তি ৪ টি নৌকাসহ গ্রেফতার-১ ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড়ে জামায়াতের বিশাল জনসভা ভেড়ামারায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান! অর্থদন্ড ভেড়ামারা উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় রাতের অন্ধকারে নির্মাণ কৃত অবৈধ স্হাপনা উচ্ছেদ দৌলতপুরে আধিপত্য বিস্তারে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ বিএনপি নেতা, মন্টি সরকারের বিরুদ্ধে। ভেড়ামারায় ইউএনওর বদলি আদেশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ও মানববন্ধন সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মত বিনিময় সভা সংষ্কার এর নামে অরাজকতা সৃষ্টি কারীদের কে আইনের আওতায় আনার জোর দাবী — ডাঃ কামরুল ইসলাম মনা

র‍্যাবের অভিযানে নাটোর সদরের সুলতানপুর এলাকা হতে ১৬ কেজি গাঁজা উদ্ধার’ মূলহোতা’সহ গ্রেফতার- ৫

Muntu Rahman / ৩১২ Time View
Update : শুক্রবার, ২৬ মে, ২০২৩

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী, ধর্ষণ, ভেজাল পণ্য, অপহরন’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ ইং তারিখ রাত ২৩:৫০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন সুলতানপুর (পূর্বপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করেন র‍্যাবের একটি চৌকস অভিযানিক দল।

এই মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক, সহকারি পুলিশ সুপার, মোঃ নুরল হুদা। অভিযান চলাকালীন সময়ে মাদক কারবারিদের হেফাজত হতে যথাক্রমে, (ক) গাঁজা- ১৬ (ষোল) কেজি, (খ) মোবাইল ফোন- ০৪ টি, (গ) সীমকার্ড- ০৫ টি উদ্ধার করতে সক্ষম হন।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীরা হলো- ১/ মোঃ ফজলুর রহমান (৫৭), পিতা- মৃত আবুল হাসেম, মাতা- মৃত হাজেরা খাতুন, ২/ মোঃ হযরত আলী @ ভান্ডারি (৫২), পিতা- মৃত মোয়াজ্জেম হোসেন, মাতা- মৃত হাফেজা, ৩/ মোঃ জিয়াউর রহমান (৩৩), পিতা- মোঃ মকবুল হোসেন, মাতা- মৃত মোর্শেদা বেগম, ৪/ মোঃ আঃ মজিদ (৩৭), পিতা- মৃত মহরম আলী, মাতা- মোছাঃ আমেনা বেগম, ৫। মোছাঃ হাসি (৩০), স্বামী- মোঃ শামীম হোসেন। সর্ব সাং- সুলতানপুর (পূর্বপাড়া), থানা ও জেলা- নাটোর।

র‍্যাবের পক্ষ থেকে গ্রেফতারকৃত ব্যক্তিগণকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামীরা তাদের হেফাজত হতে জব্দকৃত আলামত মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে জবানবন্দি প্রদান করে।

গ্রেফতারকৃত ব্যক্তিগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে নাটোর সদরের সুলতানপুর এলাকা হতে ১৬ কেজি গাঁজা উদ্ধার পূর্বক মূলহোতা’সহ ০৫ জনকে গ্রেফতারের বিষয়টি আজ শুক্রবার (২৬-শে মে, ২০২৩ ইং) সিপিসি-২, নাটোর র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-26/05/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD