কলকাতা থেকে তাপস বিশ্বাস - যোগের জগতে দুই বাংলার সাংবাদিক ডাঃ মনা ও সুদীপ্ত দাস'র অবদান অনস্বীকার্য। উভয়ই নিরলসভাবে কাজ করে চলেছেন। দুইজনই শুধু যোগীই নন, সাংবাদিক ও। সুদীপ্ত দাস কলকাতা ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন।
যার ঐকান্তিক প্রচেষ্টায় বিশ্বের দরবারে রোশন সিং স্বর্ণপদক জয় করে পশ্চিম বঙ্গসহ তার যোগের একাডেমির মুখ আলোকিত করেছেন। তিনি অত্যন্ত পরিশ্রমী হৃদয়বান মিষ্টভাষী আতিথেয়তা পরায়ন। সেই উদার মানবিক মানুষের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ কামরুল ইসলাম মনা। তিনি একটা জরুরী মিটিং এ ছিলেন তারপর ও ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ভেড়ামারা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কামরুল ইসলাম মনার ব্যারাকপুরে আসার কথা জানতে পেরে তিনি ছুটে যান রেলওয়ে প্লাটফর্মে রিসিভ করতে। দেখা মাত্র বুকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন এবং যোগ সম্পর্কে বাংলাদেশের অবস্থানসহ কিভাবে যোগ কে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায় সে বিষয়ে ব্যাপক আলোচনা করেন। জয় হোক ২ দেশের ২ ত্যাগী যোগী সাংবাদিকের।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2025 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.