মোঃ সোহাগ হোসেন, যশোর।।
যশোরের শার্শায় মাঘ মাসেই আগাম সুবাস ছড়াচ্ছে আমের মুকুল। এ যেন মধু মাসের আগমনী বার্তা। শীত আর কুয়াশার রিক্ততা মুছে প্রকৃতি জুড়ে চলছে ঋতুরাজ বসন্তকে বরণ করার উৎসব। এমন সময় মুকুলের মৌ-মৌ গন্ধ, ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন মাতিয়ে তুলেছে প্রকৃতি, এতে মুগ্ধ আম চাষীরা।
উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের আম চাষী সাইফুল ইসলাম বলেন, তার বাগানে দেশীয় দুই জাতের গোবিন্দ ভোগ ও হিমসাগর গাছে মুকুল এসেছে। এছাড়াও বসতভিটাসহ বাড়ির ওঠানে ছোট ছোট কিছু আম গাছের সবুজ পাতা ছাপিয়ে স্বর্ণালী রূপে মুকুলের পুষ্প মঞ্জুরীতে ছেঁয়ে গেছে। নির্ধারিত সময়ের একমাস আগে মাঘের শুরুতেই আবহাওয়াগত ও জাত ভেদের কারণে অনেক আম গাছে মুকুল দেখা দিয়েছে।
অন্যদিকে যশোর ও সাতক্ষীরা জেলার সীমানার শেষ স্থান বাগুড়ী বেলতলা বাজারে গড়ে উঠেছে এই অঞ্চলের শ্রেষ্ঠ আম বেচাকেনার একমাত্র আমের মুকাম। বেলতলা আম ব্যাবসায়ী সমীতির সভাপতি মোঃ লুকমান হোসেন, ও বিশিষ্ট আম ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান মিলন জানান, এবছর আমগাছে মুকুলের পরিমাণ অনেক বেশি, যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে আমাদের আড়ৎদারি ব্যবসা ভালো হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ কুমার মন্ডল জানান, এ উপজেলায় বাণিজ্যিক ভাবে আমের চাষ শুরু হয়েছে, উপজেলায় ৬ হাজার ৯ শত হেক্টর জমিতে আমের চাষ হচ্ছে, এখানকার আম দেশের গুন্ডি ছাড়িয়ে বিদেশও রপ্তানি হচ্ছে, এবার আবহাওয়া অনুকূল থাকায় আমগাছে আগাম মুকুল এসেছে। কুয়াশা থেকে গুটি রক্ষায় আম চাষী ও বাগান মালিকদের ছত্রাক নাশক প্রয়োগসহ নানা পরামর্শ প্রদান করা হচ্ছে।
Devoloped By WOOHOSTBD