মেহেরপুর শহরে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি দখল ও প্রায় দেড় কোটি টাকা মূল্যের সবজি বীজ লুটপাট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মোঃ সওদাগর পিতা মৃত-মহিউদ্দিন গ্রাম- দক্ষিণ ফৌজদারি পাড়া ৭নং ওয়ার্ড মেহেরপুর পৌরসভা মেহেরপুর,
মোঃ সওদাগর বলেন, মেহেরপুর মৌজার আর এসে ১৮৯ নং খতিয়ানের ৩২২৮ নং দাগে ০.০৪৬৯ একর এবং ৩২২৯ নং দাগের ০.০৫৫০ একর জমিসহ অন্যান্য দাগের জমি আনোয়ারা খাতুন এর নামে এর আরএস রেকর্ড লিপিবদ্ধ আছে,
অনুরূপ ভাবে ২০১৫ নং খতিয়ানের ৩২২৯ নং দাগের ০.০৭ একর জমিসহ অন্যান্য দাগের জমি আনোয়ারা খাতুন মমতাজ আলী এর নামে আর এস রেকর্ড রয়েছে,
আনোয়ার খাতুন নিজ নামীয় এবং ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমিতে ভোগদখল থাকাবস্তায় বিগত ১৭/০৮/২০২০ ইং তারিখে ৩৬৮৬ নং বিক্রিকবলা দলিল, ৩টি পুরাতন ঘরসহ বিক্রয় করেন,
পরবর্তীতে সেখানে আরও একটি গোডাউন ও রান্নাঘর নির্মাণ করে, ভোগদখল থাকাসহ স্টক ব্যাবসা করে আসছেন,
গত ২২/০৫/২০২৪ ইং তারিখে রাত্রী আনুমানিক ৯.০০ টার দিকে আমার গোডাউনের মধ্যে ১,৫০,০০,০০০/= এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের সবজি বীজ রেখে তালা দিয়ে বাসায় চলে আসি,
পূর্ব শত্রুতার জের ধরে ভাড়াটিয়া গুন্ডাবাহিনী সহকারে ১০/১৫ জন আমার জমিতে প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসী কায়দায় গোডাউনে হামলা করে,প্রকাশ্যে জনগণের সামনে ত্রাস সৃষ্টি করে,
লোহার শাবল দিয়ে গোডাউনের ৮ টি তালা ভাংচুর করে,
গোডাউনের ভিতরে ঢুকে ও বাড়িঘরে ৬ টি তালা ভেঙে বাড়িঘর লুটপাট করে,
এবং প্রকাশ্যে বীজের গোডাউন ভেঙে
ভিতরে থাকা আনুমানিক ১,৩৫,০০,০০০/= এক কোটি পয়ত্রিশ লক্ষ টাকার কফির বীজসহ অন্যান্য সবজি বীজ লুটপাট ও চুরি করে নিয়ে যায়।
১/শহিদুল ইসলাম(৫০)পিতা মোসি গ্রাম- ক্যাশব পাড়া,মেহেরপুর সদর
২/মোঃ সুজন (৪০) পিতা মৃত মুনতাজ আলী গ্রাম- মুখার্জি পাড়া মেহেরপুর সদর,
৩/মোঃ জীবন(৩৫) পিতা মৃত- মুনতাজ আলী গ্রাম-মুখার্জি পাড়া মেহেরপুর সদর,
৪/মোঃ শুভ(৩২) পিতা মৃত – মুনতাজ আলী গ্রাম- মুখার্জি পাড়া মেহেরপুর সদর,
৫/মোছাঃদুলালী খাতুন (৩৫)স্বামী রুবেল গ্রাম-ফৌজদারী পাড়া মেহেরপুর সদর,
৬/মোঃ রুবেল (৪০) পিতা-আবুল কাশেম গ্রাম-ফৌজদারী পাড়া মেহেরপুর সদর,
৭/মোছাঃছবি খাতুন (৪৫) স্বামী শহিদুল গ্রাম-ক্যাশব পাড়া মেহেরপুর সদর,
৮/সৌরভ (৩৫)পিতা আমিরুল গ্রাম- কালি গাংনী মেহেরপুর সদর,
৯/ডালিম (৪৫)পিতা-রবি গ্রাম- মল্লিক পাড়া মেহেরপুর সদর,
১০/ সালাম (৩৮) পিতা জুল্লু গ্রাম-ফৌজদারী পাড়া মেহেরপুর সদর,
১১/ আসাদ (৬০) পিতা নজরুল ইসলাম গ্রাম- ফৌজদারি পাড়া মেহেরপুর সদর,
১২/ অগ্ঙাতনামা আরো ১০/১২ জন,
এদের বিরুদ্ধে ০৩/০৫/২৪ ইং তারিখে বিজ্ঞ মেহেরপুর আমলী আদালত মেহেরপুর, সি আর ৫৭২/২০২৪ মামলা দায়ের করা হয়, ০৩/০৬/২০২৪ ইং তারিখে বিজ্ঞ আদালতের মাধ্যমে মেহেরপুর সদর থানায় মামলা নং ৩/৬/২০২৪ ইং ধারা-৪৪৭/৩২৩/৪২৭/৩৮০/৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড রুজু করা হয়।
Devoloped By WOOHOSTBD