মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল বুধবার সকাল ৯ টার দিকে গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাকের আলী, সহ সভাপতি শাহানাজ সুলতানা, সহ সভাপতি ওমর ফারুক প্রিন্স , গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম , মুজিবনগর আমলকানুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক প্রমুখ।
রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।
Devoloped By WOOHOSTBD