নওগাঁর মান্দায় মাদক সেবনের অভিযোগে এক ব্যক্তিকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন ভ্রামম্যান আদালত। আজ (৩০ এপ্রিল) দুপুরে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এক বিশেষ টিম এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার যুবক উপজেলার কাশোপাড়া ইউনিয়নের নাপিতপাড়া গ্রামের সোলায়মানের ছেলে আব্দুল মালেক(২২) কে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার পূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে ঘটনাস্থলে সাজা প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা।
প্রসিকিউশন প্রদান করেন শাহীন শওকত, উপ-পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নওগাঁ।