নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে আওয়ামী যুবলীগের ত্রী-বার্ষিক সন্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪ অক্টোবর শনিবার বেলা ১১ টায় উপজেলার চেরাগপুর ইউনিয়ন আওয়ামী যুব লীগের অনুষ্ঠিত ত্রিবার্ষিক সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম। স্থানীয় ইউয়ান পরিষদ মাঠে আয়োজিত চেরাগপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সন্মেলনে প্রধান অতিথিসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, চেরাগপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিবনাথ মিশ্র,উপজেলা যুবলীগের আহবায়ক রেজাউন নবী আনসারী বাবু,যুবলীগ নেতা সাকলাইন মাহমুদ রকি, আনোয়ার হোসেন শিবলু, উপজেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ। এ সন্মেলনে উপস্থিত উপস্থিতি দলীয় নেতা-কর্মীদের সর্ব সন্মতিতে মোঃ রুবেল হোসেনকে সভাপতি এবং সুরুজ মাহবুবকে সাধারণ সম্পাদক করে চেরাগপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD