• শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:

মসজিদে মুসল্লি সেজে ঢুকে প্রকৃত মুসল্লির ব্যাগ-মোবাইল চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

Muntu Rahman / ৫২ Time View
Update : শুক্রবার, ১৭ মে, ২০২৪

মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।

নগরের আগ্রাবাদ বাদামতলী শাহী জামে মসজিদে নামাজরত অবস্থায় মো. শফিউল্লাহ খাঁন নামে এক ব্যক্তির হাতব্যাগের জিনিসপত্র চুরির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (বন্দর-পশ্চিম) বিভাগের সদস্যরা ।

বুধবার (১৫ মে) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুল মালেক (৩৭), মো. লোকমান হাকীম (৪৫), মো. নয়ন (২৬) ও সেলিম উদ্দিন (৪০)।
মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন গত ২ মে নগরের আগ্রাবাদ বাদামতলী শাহী জামে মসজিদে নামাজ পড়তে যান মো. শফিউল্লাহ খাঁন নামে এক ব্যক্তি।

এসময় তাঁর কাছে থাকা একটি হ্যান্ডব্যাগ পাশে রেখে নামাজ পড়া শুরু করেন। নামাজ শেষে দেখেন ব্যাগটি পাশে নেই।

পরে মো. শফিউল্লাহ খাঁন আমাদের কাছে চুরি যাওয়া মালামালগুলো উদ্ধারের জন্য আবেদন করেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রকৃত চোরদের শনাক্ত করে বুধবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া সেলিম উদ্দিনের হেফাজত থেকে চুরি যাওয়া মোবাইল ফোন, স্মার্ট ঘড়িসহ অন্যান্য মূল্যবান মালামাল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তাররা পেশাদার মসজিদভিত্তিক চোরচক্রের সক্রিয় সদস্য। নগরের বড় বড় মসজিদগুলোতে মুসল্লি সেজে প্রবেশ করে। যে সকল মুসল্লির পাশে ব্যাগ ও মোবাইল ফোন থাকে তাদের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ার ভান করে কৌশলে মোবাইল ও মালামাল চুরি করতো। তাদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD