মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের চাপাইতি বাজারের উত্তর পাশে মাছ মহাল সংলগ্ন নদীর তীর হইতে বিশেষ অভিযান চালিয়ে ১ টি ইঞ্জিন চালিত নৌকা ও ১৫ বোতল বিদেশী মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। ৩০ জুলাই (রবিবার) রাত সোয়া এগারোটার সময় এ অভিযান পরিচালনা করেন এসআই মোঃ শামীম আল মামুন, এএসআই মোঃ আব্দুল আজীম সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদের মধ্যে একজন তাহিরপুর উপজেলার দুমাল গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আজিজুল হক(৩২) অপরজন মধ্যনগর উপজেলার চাপাইতি গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে তৌহিদ মিয়া(৩৫)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসি জাহিদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গত রাতে ১ টি ইঞ্জিন চালিত নৌকা ও ১৫ বোতল বিদেশী মদসহ ২ জনকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করেছি।
Devoloped By WOOHOSTBD