‘নয় হিংসা, নয় প্রতিশোধ, প্রতিবাদেই হোক প্রতিরোধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগরে পালিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সোমবার দুপুর ২টায় ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দল র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে দলীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুকন উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুল ইসলাম শেফুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু,সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মোশাহিদ তালুকদার,জেলা বিএনপির সদস্য কামাল হোসেন,বিএনপির দপ্তর সম্পাদক আশিক মিয়া,বিএনপি নেতা মমিনুল হক বেনু,যুবদলের আহ্বায়ক গোলাম ছইফুল,সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন ও সাইদুর রহমান জিয়া,
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু,সদস্য সচিব মুছাব্বির তালুকদার সাগর।
Devoloped By WOOHOSTBD