মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মধ্যনগর উপজেলার সকল পূজা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে শারদ শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মধ্যনগর পূজা উদযাপন পরিষদ উপজেলার কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সামনে এ সভার আয়োজন করেন। মধ্যনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
মধ্যনগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.হায়দার চৌধুরী লিঠন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.এমরান হোসেন, মধ্যনগর ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার,মধ্যনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোতালেব সরকার,মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন তালুকদার,মধ্যনগর বনিক সমিতির সভাপতি ওমরেশ রায় চৌধুরী,বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জন সরকার,বান্দ্রা পূজা কমিটির সভাপতি মহিরাজ হাজং প্রমুখ।
এসময় আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলার ৩৩ টি পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদকের নিকট স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন উনার ব্যাক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন ।
Devoloped By WOOHOSTBD