নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে ফাঁসিতে ঝুলে এক মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।মৃত যুবক উপজেলার সদর ইউনিয়নের কলুমা গ্রামের রঞ্জিত চন্দ্র সরকারের ছেলে উৎপল চন্দ্র সরকার(২৫)।
পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়,শনিবার দিবাগত রাতে খাবার শেষে পাশের বাড়িতে কীর্তন দেখতে যায় উৎপল চন্দ্র সরকার। কীর্তন দেখে রাত সাড়ে ১১ টার দিকে বাড়িতে ফিরে আসে।ঘরে ফেরার কিছুক্ষণ পরেই স্ত্রীকে প্রস্রাবের কথা বলে ঘর থেকে বের হন তিনি।ঘরে ফিরে আসতে দেরি হওয়ায় পরিবারের লোকজন সারারাত খোঁজাখুজি করেও তাকে পায়নি।রবিবার ভোর সাড়ে ৫টার দিকে কলুমা নদীর দক্ষিন পাড়ে হিজল গাছের ডালের মধ্যে রশি দ্বারা গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃত দেখতে পান পরিবারের লোকজন।পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তি মানুষিক ভারসাম্যহীন ছিলেন।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান,লোকটি মানুষ ভারসাম্যহীন হওয়ায় এবং এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা দিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD