সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সাগর
মিয়া(২০) নামের একজন গুরুতর জখম হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মধ্যনগর উপজেলার খালিশাকান্দা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,খালিশাকান্দা গ্রামের পূর্ব পাশে ফুটবল খেলার এক পর্যায় ছোট বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়া পরবর্তীতে বড় আকার ধারণ করে।খালিশাকান্দা গ্রামের আজিজ তালুকদার ও সাগর মিয়া এই দুই গ্রুপের সংঘর্ষে আজিজ তালুকদার ও তার ভাইয়েরা দলবদ্ধ হয়ে লাটিসোটা ও রামদা দিয়ে সাগরকে কুপিয়ে বাঁ পায়ে ও মাথায় গুরুতর জখম করে।
আহতের বাবা আলেফর মিয়া জানান,পূর্ব শুত্রুতার জের ধরে সামান্য বিষকে কেন্দ্র করেই ওরা আমার ছেলেকে রামদা দিয়ে খুপিয়েছে।ওরা গ্রামের প্রভাবশালী হওয়ায় ওদের বিরুদ্ধে কেউ কথা বলে না।আমার ছেলে মৃত্যুশয্যায় রয়েছে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।আমি এর সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত খালিশাকান্দা গ্রামের আজিজ তালুকদার বলেন,আমি তাকে রামদা দিয়ে কুপাই নি।আমাদের লোকজনের হাতে রামদা ছিলই না।তারা আমাদেরকে মারার জন্য রামদা নিয়ে এসেছিল।আমাদের একজনকেও তারা আহত করেছে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান,ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আতাউর রহমান
০১৭২১৯৬৩৯১৩
১৪/১২/২০২৩
Devoloped By WOOHOSTBD