স্টাফ রিপোর্টার :বিশিষ্ট লেখক, গবেষক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব হাসানুজ্জামান খসরুকে বাংলা একাডেমির আজীবন সদস্য মনোনীত হওয়ায় ভেড়ামারা পাঠচক্রের পক্ষ থেকে ভেড়ামারা সরকারি কলেজের অফিস কক্ষে তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা পাঠচক্রের প্রতিষ্ঠাতা ও ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় মোঃ আনোয়ার উল আজিম, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক রাজা, সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী বিনোদ কুমার, বি জি এম কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, ভেড়ামারা সরকারি কলেজের অধ্যাপক মোস্তাফিজুর রহমান,অধ্যাপক আনিসুর রহমান, সাবেক ব্যাংক কর্মকর্তা বজলুর রশিদ সহ ভেড়ামারার পাঠচক্রের সদস্যবৃন্দ।
Devoloped By WOOHOSTBD