কুষ্টিয়ার ভেড়ামারা মডেল মসজিদ থেকে গতকাল সোমবার মাগরিবের নামাজের সময় চুরি হওয়া বাই সাইকেল ২৪ ঘন্টার মধ্যে ভেড়ামারা থানা পুলিশ চোরসহ সাইকেল উদ্ধার করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া পুলিশ সুপারের নির্দেশে সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, (অতিরিক্ত দ্বায়িত্ব ভেড়ামারা সার্কেল) কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, ভেড়ামারা থানা, কুষ্টিয়া’র সার্বিক তত্ত্ববধানে এসআই (নিরস্ত্র)/মোঃ শিমরুল হাসান ও অন্যান্য ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে অভিযান চালিয়ে গোলাপনগর মাজার সংলগ্ন থেকে সাইকেল চোর হৃদয় (২৭) কে সাইকেল সহ আটক করে।
পরবর্তীতে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বাই সাইকেলটি প্রকৃত মালিকের হাতে তুলে দেন। এমন অভিযান চলমান থাকবে বলে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা কে জানিয়েছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম।
Devoloped By WOOHOSTBD