• রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর থানা পুলিশের অভিযানে বালু ভর্তি ৪ টি নৌকাসহ গ্রেফতার-১ ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড়ে জামায়াতের বিশাল জনসভা ভেড়ামারায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান! অর্থদন্ড ভেড়ামারা উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় রাতের অন্ধকারে নির্মাণ কৃত অবৈধ স্হাপনা উচ্ছেদ দৌলতপুরে আধিপত্য বিস্তারে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ বিএনপি নেতা, মন্টি সরকারের বিরুদ্ধে। ভেড়ামারায় ইউএনওর বদলি আদেশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ও মানববন্ধন সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মত বিনিময় সভা সংষ্কার এর নামে অরাজকতা সৃষ্টি কারীদের কে আইনের আওতায় আনার জোর দাবী — ডাঃ কামরুল ইসলাম মনা গরিব দুঃখী ও মেহনতী মানুষের ভালোবাসার আরেক নাম ডক্টর: কামরুল ইসলাম মনা আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস — ডাঃ কামরুল ইসলাম মনা

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের নারী সাংবাদিকদের পক্ষ থেকে সকল নারীদের কে নারী দিবসের শুভেচ্ছা

Muntu Rahman / ৩৪১ Time View
Update : বুধবার, ৮ মার্চ, ২০২৩

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের নারী সাংবাদিকদের পক্ষ থেকে সকল নারীদের কে নারী দিবসের শুভেচ্ছা

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বের ন্যায় আমাদের দেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
লিঙ্গবৈষম্য দূর করতে, নারী সমানাধিকারের জন্য সারা বিশ্ব জুড়েই পালন করা হয় এই দিনটি।

এবারের প্রতিপাদ্য বিষয় প্রতিপাদ্য ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন: জেন্ডার বৈষম্য করবে নিরসন’। এ বছরে জাতিসংঘের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হলো ‘সবার জন্য প্রযুক্তি’ বা লিঙ্গ সমতার জন্য উদ্ভাবন ও প্রযুক্তি’।
গত বছরের প্রতিপাদ্য বিষয় ছিল “নারী-পুরুষের সমতা, টেকসই আগামীর মূল কথা” (Gender equality today for a sustainable tomorrow) এবং নারী দিবসে জাতিসংঘের স্লোগান ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’। নারীর প্রতি সবরকম বৈষম্য ও অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার কাজে পুরুষের সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আরও বেগবান হোক।

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, সংবিধানের ১৯(৩) অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করার কথা বলা হয়েছে।

নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে সমঅংশীদারিত্ব নিশ্চিত করেছে। সারাবিশ্বে তাই আজ বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, স্বীকৃতিও বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, এদেশের নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় যেমন স্বাধীনতা অর্জিত হয়েছিল ঠিক তেমনিভাবে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলাও সম্ভব হবে।
তিনি আরো বলেন, গতবছরের প্রতিপাদ্য বিষয় কেও আমাদের মনে রাখতে হবে “নেতৃত্বের ক্ষেত্রে মহিলা: কোভিড -১৯ ওয়ার্ল্ডের জন্য সমান ভবিষ্যত অর্জন”। আমরা দিবসটি উদযাপন করার সাথে সাথে আমাদের চিন্তাভাবনা কোভিড -১৯ সংক্রামক সংক্রামিত লক্ষ লক্ষ মানুষের সাথে রয়েছে, মূল্যবান প্রাণ হারিয়েছে এবং জীবন-জীবিকা ধ্বংস হয়েছে। মহামারীতে আবারও দেখিয়েছে যে অতিরিক্ত কাজের বোঝা নিতে, পরিবারের যত্ন নেওয়া, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে অবিচল থাকা এবং পরিবারকে টিকিয়ে রাখার নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে নারীরা যে ভূমিকা পালন করে, তবুও অখ্যাত এবং অবমূল্যায়িত থাকে। আমরা ভুলে যায়-

বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি,
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
যত কথা হইল কবিতা, শব্দ হইল গান।
নর দিল ক্ষুধা, নারী দিল সুধা…
প্রত্যেকটি মানুষের সফলতার
পেছনেই রয়েছে একজন নারীর
আত্মত্যাগের কাহিনী। যারা সবসময়
থেকে যান পর্দার পেছনেই।

তাই নারীর প্রতি সহানুভূতি নয়, সম্মান প্রদর্শন করুন। যে জাতি নারীদের সম্মান করতে পারে না, সে জাতির উন্নতি অসম্ভব।

শুধু আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একদিন নয়, বছরের ৩৬৫ দিনই নারীর প্রতি সম্মান প্রদর্শন করুন। ইসলাম নারীর পূর্ণ সম্মান দিয়েছে,,,। শুধ ইসলামই নয়,বিভিন্ন ধর্মে ও নারীদের সম্মান দিয়েছে,,,,।

নারী না থাকলে- পৃথিবীটা এত সুন্দর হতো না;
নারী না থাকলে- আমাদের জন্মটাই হতো না;
~ তোমরা না থাকলে সৃষ্টিটাই সম্ভব হতো না।

তাই নারীদের সম্মান জানাতে, তাঁদের যোগ্যতা ও মেধাকে কুর্নিশ জানাতে আমরা নিয়ে এসেছি নারী সম্পর্কিত বাছাই করা কিছু উক্তি:

১. এভাবে বসতে নেই, ওভাবে চলতে নেই, এটা বলতে নেই, ওটা করতে নেই! ব্যাস অনেক হয়েছে। এভাবে আর মেয়েদের দমিয়ে রাখা যায় না।

২. দেওয়ালে পিঠ ঠেকে গেলে তো বেড়ালও বাঘ হয়ে যায় আর আমরা তো মানুষ। যুগ যুগ ধরে অত্যাচার সহ্য করে এবার আমরাও ঘুরে দাঁড়িয়েছি।

৩. তোমার ডানায় আগুন, দীর্ঘ হোক তোমার উড়ান।

৪. এই পৃথিবী সুষ্ঠুভাবে মেয়েরাই চালাতে পারে।

৫. যারা মেয়েদের পায়ের তলায় থেতলে দেয় তাঁরা কেউ পুরুষ নয়। তারা মানুষও নয়।

৬. ছেলেরা খালি মেয়েদের দোষ দেয়। অথচ বিপদে পড়লে কখনও মা আবার কখনও স্ত্রীর আঁচলের তোলায় লুকিয়ে পড়ে।

নারী আজ স্বয়ংসিদ্ধা। তাঁরা এখন কারও উপরে নির্ভরশীল নয়। উল্টে তাঁদের উপরই দাঁড়িয়ে আছে পরিবার। আবার কখনও তাঁদের উপরেই নির্ভর করছে কোনও দেশের ভাগ্য বা কোম্পানির ভবিষ্যৎ।

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের নারী সাংবাদিকদের পক্ষ থেকে
সকল নারীদেরকে নারী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD