ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রতিনিধি – ২৬ ফেব্রুয়ারী বিকেলে বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট বিএনএফ কুষ্টিয়ার উদ্যোগে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা’র সভাপতিতে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনএফ কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল আলম স্বপন ।
তিনি প্রশ্ন করেন, বিরোধী দল আজ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য বর্তমান সরকারকে চাপ দিচ্ছে কিন্তু জাতীয় সংসদে পাস হওয়া আইন বাতিল না করে কি ভাবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে ? তিনি বলেন, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট বিএনএফ’র প্রেসিডেন্ট সাবেক এমপি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, জাতীয় নেতা জনাব এস,এম,আবুল কালাম আজাদ স্যার জাতীয় সংসদে পাস হওয়া আইন মেনেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়ন করার পদক্ষেপ গ্রহন করবে কুষ্টিয়া জেলা বিএনএফ ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনএফ এর পক্ষ থেকে কুষ্টিয়ার ৪টি আসনেই প্রার্থী দেয়া হবে বলে তিনি জানান। ভেড়ামারাতেও বিএনএফ’র কার্যক্রম আরো ত্বরান্বিত করা হবে এবং যোগ্য প্রার্থীকে নির্বাচনী মাঠে নামানো হবে ইনশাল্লাহ ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনএফ এর কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন হুজুর । এ সভায় ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য রাখেন বিএনএফ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম ও যুগ্ম-সাধারন সম্পাদক ও কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ নাজমুল হোসেন প্রমুখ। . প্রধান অতিথি মত বিনিময় শেষে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সার্বিক খোঁজ খবর নেন ।
Devoloped By WOOHOSTBD