ডেক্স নিউজ ঃ
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে আজ সকাল ৯ টার সময় ভেড়ামারা উপজেলা চত্বরে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী মানববন্ধন, র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রুখবো দুর্নীতি গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ। প্রতিপাদ্য নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ভেড়ামারা, কুষ্টিয়া শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, ভেড়ামারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, আইসিটি অফিসার আলমগীর হোসেন সহ বিভিন্ন বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ, বিভিন্ন এনজিও অফিস ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
Devoloped By WOOHOSTBD