কুষ্টিয়ার ভেড়ামারায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভেড়ামারা কর্তৃক আয়োজিত উপজেলা চত্বরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তারুণ্যের উৎসব ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা- ২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুষ্টিয়ার উপপরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তদন্ত রাকিবুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক সাবেক মুক্তিযুদ্ধো কমান্ডার আবু দাউদ, বৈষম্য বিরোধী আন্দোলন উপজেলা শাখার আহবায়ক সাজ্জাদ হোসেন প্রমূখ।
Devoloped By WOOHOSTBD