কুষ্টিয়ার ভেড়ামারায় বাক প্রতিবন্ধী মেয়ে শারমিন বকুলের অপহরণকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে আজ বেলা ১২ টার দিকে উপজেলা চত্বরের মুক্তমঞ্ছ এ প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভা শেষে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র ছাত্রীরা। তারা বলেন, প্রীতিলতার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই। অবিলম্বে মূল আসামী কে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবী জানান এবং নারীদের নিরাপত্তা জোরদার করার জোর দাবী জানান।
Devoloped By WOOHOSTBD