কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ধরমপুর ইউনিয়ন এর সাতবাড়িয়া নিবাসী জেলা জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক নাসিমের মা স্ত্রীর উপর হামলা! লুটপাট গাড়ি ও বৈদ্যুতিক মিরার ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে নাসিম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ নিম্নরূপ –
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ নাসিম হোসেন (২৮), পিতা-মোঃ আজগার আলী, সাং-সাতবাড়ীয়া (বড় মসজিদ সংলগ্ন), ধরমপুর, খানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া অত্র থানায় হাজির হয়ে আসামী-০১। মোঃ জাহাঙ্গীর ড্রাইভার (৫১), পিতা-মোঃ গেদা কারিগর, ০২। মোঃ রবিন কারিগর (২৩), পিতা-মোঃ জাহাঙ্গীর ড্রাইভার, ০৩। মোঃ লোকমান কারিগর (৫৩), পিতা-মোঃ পলান কারিগর, ০৪। মোঃ আশিক কারিগর (২৫), পিতা-মোঃ লোকমান কারিগর, সর্ব সাং-সাতবাড়ীয়া (বাজার সংলগ্ন), ধরমপুর, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াগণ সহ অজ্ঞাতনামা ১৪/১৫ জন আসামীগনের বিরুদ্ধে এই মর্মে লিখিতভাবে এজাহার দায়ের করছি যে, ০১ ও ০৩ নং আসামীদ্বয়ের সাথে আমার পূর্ব বিরোধ রয়েছে। বিগত সময় হতে আসামীরা ক্ষমতার অপব্যবহার করে আমাকে হয়রানী সহ মারপিট করে হুমকি ও বিভিন্ন প্রকারের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এরই জেরে, ইং-০৭-০২-২০২৫ তারিখ রাত অনুমান ০৯:০০ ঘটিকার সময় ভেড়ামারা থানাধীন সাতবাড়ীয়া বড় মসজিদ সংলগ্ন আমার নিজ বাড়িতে আমার না থাকার সুযোগে ০১ ও ০৩ নং আসামীদ্বয়ের যোগসাজসে ও পরিকল্পায় আসামীগনেরা দেশীয় ধারালো অস্ত্র রামদা, হাসুয়া, লোহার পাইপ, রড, হাতুড়ি, হকিষ্টিক ও লাঠি-সোঠা প্রভৃতি নিয়ে বেআইনী জনতাবদ্ধে প্রবেশ করে। ০১ ও ০৩ নং আসামীরা আমার বাড়ি ভাংচুর ও লুটপাটের হুকুম দিলে, ০২ নং আসামীর হাতে থাকা হাতুড়ি দিয়ে বাড়িতে রক্ষিত আমার চালিত একটি (TVS APACHE RTR-150 CC) সবুজ রংয়ের মোটরসাইকেল গাড়িটি ব্যাপক ভাংচুর করে। ০৪ নং আসামী সহ অজ্ঞাতানামা ১৪/১৫ জন আসামীগনের হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্র রামদা, হাসুয়া, লোহার পাইপ, রড, হাতুড়ি, হকিষ্টিক ও লাঠি-সোঠা প্রভৃতি নিয়ে আমার ঘরের ভেতরে বেআইনী প্রবেশ করে। আসামীগনেরা ঘরের ভেতরে থাকা ফ্রিজ, আলমারি, চেয়ার-টেবিল, শোকেজ, ড্রেসিং টেবিল, খাট সহ অন্যান্য জিনিস পত্রাদী ব্যাপক ভাংচুর করে। ০৪ নং আসামী আলমারির ভেতরে ড্রয়ারে থাকা নগদ ২,৩০,০০০/= (দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা ও স্বর্নের ২৪ আনা ওজনের ০২টি গলার চেইন, ০৬ আনা ওজনের হাতের চুরি, ১১ আনা ওজনের হাতের রুলি বালা, ০৩ আনা ওজনের কানের দুল, ০৬ আনা ওজনের হাতের আংটি ০২টি নিয়ে নেয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪,৩৮,০০০/= (চার লক্ষ আটত্রিশ হাজার) টাকা। উল্লেখিত আসামীগনের মারপিটে বাড়িতে থাকা আমার মা মোছাঃ নাছিমা খাতুন ও স্ত্রী মোছাঃ শাম্মি আক্তার দ্বয়কে মেরে বেদনাদায়ক নিলাফোলা জখম করে। ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে আসামীগনের হাতে থাকা দেশীয় অস্ত্র শস্ত্র দেখিয়ে খুন জখমের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চলে যায়।
এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Devoloped By WOOHOSTBD