ভেড়ামারায় নাভানা স্পোর্টস এর উদ্যোগে আজ সন্ধ্যায় সবুজকলি স্কুল প্রাঙ্গণে ফাস্ট বল সার্কেল নাইট ক্রিকেট
টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত খেলা উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা। এসময়ে উপস্থিত ছিলেন, নুরে নবী, রফিকুল ইসলাম, নাঈমুল কাউন্সিলর, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, হাসান বিন ঝন্টু, প্রমূখ।
নাভানা টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে আজকে যে ২টি দল অংশগ্রহণ করেন তারা হলেন স্টার ইমপ্রেস বনাম রয়েল ইসকুয়াড,,,তাদের মধ্য রয়েল ইসকুয়াড জয় লাভ করেন।
সুন্দর ও পরিপাটি পরিবেশের মধ্য দিয়ে একটি বিশাল ফাস্ট বল সার্কেল নাইট ক্রিকেট এর আয়োজন করা হয়েছে সবুজকলি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে। টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ১৬টি দল।
সার্বিক তত্ত্বাবধানে –
কালাম ঃ ০১৭৮৫০৭১২০০
রাশেদ ঃ০১৭৮১৮৯৫০৪৯
মিলটন ঃ০১৭৬৩৬৪৭৮৫৫
Devoloped By WOOHOSTBD