কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা রিসোর্স সেন্টার এ নতুন নিয়োগ প্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের ১৫ দিনের ইন্ডাকশন প্রশিক্ষণ আজ সফল ভাবে সমাপ্ত হলো।
উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা, সহকারী শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি, ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক ডাঃ কামরুল ইসলাম মনা, শিক্ষক আরিফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা গল্পে গল্পে কি করে সোনামণি শিশুদের পড়াতে হবে সেই বিষয়ে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন এবং স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা করেন।
নতুন নিয়োগ প্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ পেয়ে খুবই আনন্দিত এবং নিজেদের কর্মস্থলের দক্ষতা বৃদ্ধিতে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেছেন।
সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা রিসোর্স সেন্টার এর Training Instructor সাইফুল ইসলাম।
Devoloped By WOOHOSTBD