দীর্ঘদিন ধরে ভেড়ামারা বাসী ড্রাম ট্রাকের অত্যাচারে অতিষ্ঠ। তারই ধারাবাহিকতায় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রায় সোচ্চার হন। তারই ফলশ্রুতিতে ভেড়ামারায় ফিটনেসবিহীন অবৈধ ড্রাম ট্রাকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভেড়ামারা উপজেলা প্রশাসন। ভেড়ামারা বাসী এবং ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব এই অভিযান কে অভিনন্দন জানিয়েছেন এবং অভিযান চলমান রাখার অনুরোধ জানান।
গত কাল ০২/১১/২০২৪ইং শনিবার রাত ১১:৪৫ মিনিট এর সময় ভেড়ামারা প্রশাসনের পক্ষ হতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো হয়। এসময় ২ টি ড্রাম ট্রাকের চালকের বিরুদ্ধে ৫৫০০ হাজার টাকা জরিমানা আদায় করে।
নির্বাহী মাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন জানান, ভেড়ামারা পৌরসভার প্রধান সড়কে অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ আওতায় ড্রাইভার বিপু (২৭), পিতা-মইন উদ্দিন, সাং-নরেন্দ্রপুর, যশোর, যার গাড়ী নম্বর-১১৫৭৭৫, তার গাড়ীর ফিটনেস পেপার না থাকায় সতর্কতামুলক ১০০০/- টাকা জরিমানা করা হয় এবং সাইদুল (৪৫), পিতা-কাশেম মন্ডল, চাঁদগ্রাম ভেড়ামারা কুষ্টিয়াকে তার গাড়ীর নাম্বার প্লেট ও তার ড্রাইভিং লাইসেন্স না থাকায় সতর্কতামূলক ৫০০০/- হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কার্যত, ভেড়ামারার কয়েকটি পয়েন্টে আইন অমান্য করে ওভার লোড নিয়ে শহরে বা গ্রামে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে ১০ চাকার ডাম্পার বালুবাহী ট্রাক। এসব যানের চাকার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে পড়েছে উপজেলার বিভিন্ন সড়ক-মহাসড়ক। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক এখন ভেঙেচুরে একাকার। ফলে প্রতিদিন পৌরবাসীসহ ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহন চালক, যাত্রী ও পথচারীরা, ক্ষতিগ্রস্থ হচ্ছেন শিশু থেকে বৃদ্ধ বয়স্ক মানুষ। কেবল সড়কের ক্ষতি নয়, ঘটছে দুর্ঘটনা। জনস্বার্থে অভিযান করায় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব উপজেলা প্রশাসন কে ধন্যবাদ জানিয়েছেন।
Devoloped By WOOHOSTBD