কুষ্টিয়ার ভেড়ামারায় ক্লাসিক বয়েজ স্পোর্টস কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন সৌখিন/হিমেল এবং রানার্স আপ: রাসেল/রিজিক।।
উক্ত টুর্ণামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করে এবং সৌখিন/হিমেল বনাম রাসেল/রিজিক দুই দল ফাইনাল খেলে এবং সৌখিন/হিমেল ফাইনালে জয়লাভ করে। উক্ত টুর্ণামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিল সিবিএস গ্রুপের সিনিয়র সদস্য ও খেলোয়াড় বিল্লাল মালিথা, মোঃ মোস্তাফিজুর রহমান মুরাদ, সোহাগ ও প্রমুখ। টুর্ণামেন্টে সভাপতিত্ব করেন: আই কে তামিম, সভাপতি, সিবিএস।
টুর্ণামেন্ট আয়োজন করে: জুলফিকার ইসলাম শাওন(সাধারণ সম্পাদক) সাকিব মাহফুজ শান্ত, জীবন রহমান, কাউসার হোসেন, রিজিক আলী, মারুফ মোল্লা সহ সিবিএস ক্লাবের সকল সদস্য ও খেলোয়াড়বৃন্দ।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রয়োজন। খেলাধুলা মন কে ভালো রাখো এবং শরীর ভালো থাকে তাই খেলাধুলার আয়োজন করায় আয়োজক কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানিয়েছেন।
Devoloped By WOOHOSTBD