ইয়াছির রহমান নোমান- ভেড়ামারা’র ঐতিহ্যবাহী কিংফিশার (কে,এফ,সি) ক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠান ভেড়ামারা পৌরসভার ৪নং ওয়াড’র ক্লাবের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪’৫,ও,৬, নং ওয়াডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোজি হাসান, বিশিষ্ট ক্রীড়া প্রেমি ও বহিরচর ইউনিয়ন’র ৪নং ওয়ার্ড এর সফল মেম্বার জনাব আসাদুজ্জামান কচি, ভেড়ামারা পৌরসভার ৪নং ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্লাবের সভাপতি ইবনে জয়ের মনোমুগ্ধকর উপস্থাপন ও সঞ্চালনায় উপস্থিত সবাই কে মুগ্ধ করে।
Devoloped By WOOHOSTBD