সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর থানার পুলিশের সফল অভিযানে ২১ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি কামাল হোসেন (৪২), যিনি বিশ্বম্ভরপুর থানার মাছিমপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে কামাল হোসেনের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন এসআই মজিবুর রহমান। তার সঙ্গে থানার অন্যান্য পুলিশ সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানে কামাল হোসেনের কাছ থেকে Officer’s Choice ব্র্যান্ডের ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD