কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সাথে আজ সকাল ১০ টার দিকে ভেড়ামারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন বাহিরচর ইউনিয়ন পরিষদের একাধিক বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান রওশনারা বেগমসহ পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার গণ। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষে উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন, নাসরিন সুলতানা বৃষ্টি, নাঈমুর রহমান প্রমূখ।
ভেড়ামারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃবৃন্দ প্রতিটা ওয়ার্ড মেম্বার এর নিকট থেকে পৃথক পৃথক ভাবে ওয়ার্ডের বিভিন্ন সমস্যাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনা করেন। চেয়ারম্যান রওশন আরা বেগম ভেড়ামারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃবৃন্দদের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের সাথে মুক্ত আলোচনায় ইউনিয়ন এর সমস্যা ছাড়া ও উন্নয়ন মূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।
Devoloped By WOOHOSTBD