রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: শিবগঞ্জে ভুক্ত ভোগীদের হামলায় সাব-রেজিষ্ট্রার ইউসুফ আলী আহতের ঘটনায় গতকাল বুধবার দিবাগত-রাতে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মোহরাল সাজিরুল ইসলাম, আলফাজ উদ্দিন ও রোজবুল হক। আজ বৃহস্পতিবার ১২ জানুয়ারি ২০২৩ ইং সকালে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় বুধবার মোহরাল মামুন অর রশিদ বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। যাহার মামলা নং- ১৭, তারিখ- ১১-০১-২০২৩। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার ইনস্পেক্টর (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, গত মঙ্গলবার বিকালে শিবগঞ্জ সাব রেজিস্ট্রার কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে ভুক্তভোগীদের হামলার শিকারে আহন হন সাব রেজিস্ট্রার ইউসুফ আলী। এ ঘটনায় মামলার প্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের তদন্ত কার্যক্রম চলছে, এ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি অহিদুল ইসলাম ও মহাসচিব এসএম শফিউল বারী স্বাক্ষরিত এক চিঠিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে কর্মবিরতির ডাক দেয়া হয়। কিন্তু একদিন পরই বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি অহিদুল ইসলাম ও মহাসচিব এসএম শফিউল বারী স্বাক্ষরিত আরেক চিঠিতে কর্মবিরতি স্থগিত করা হয়।
ঘটনার বিবরণে প্রকাশ : শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের নানান দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রায় ০৪ (চার) মাস আগে দলিল লেখকরা প্রায় ০৩ (তিন) মাস কর্মবিরতী পালন করে। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে কর্মবিরতির অবসান ঘটিয়ে কার্যক্রম শুরু হয়।
অন্যদিকে, শিবগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের সাবেক এক কর্মচারী অবসরে যাবার পর মারা যান। এরপর তার স্ত্রী প্রতিবন্ধী কন্যা সন্তানের অনুকুলে পেনসনের টাকা প্রাপ্তির বিষয়ে সুপারিশের জন্য শিবগঞ্জ সাব-রেজিস্টার ইউসুফ আলীর কাছে প্রায় ১৫ মাস ধরে ঘুরেও কোন সুরাহা মেলেনি। উল্টো কাজ না করে হয়রানীর অভিযোগ করা হয়। এ ছাড়াও দলিল লেখকদের অযথা হয়রানীর অভিযোগসহ, ঘুষ, দূনীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে।
এ ধরণের অনিয়ম ও দুর্নীতি চলতে থাকায় এক পর্যায়ে ভুক্তভোগীরা অতিষ্ঠ হয়ে গত মঙ্গলবার বিকেলে সাব রেজিস্ট্রার ইউসুফ আলীর নিজ কার্যালয়ে ভুক্তভোগীরা হামলা চালায়। এতে ইউসুফ আলী গুরুত্বর আহত হয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
RUHUL AMIN, DHAKA-12 /01/2023
Devoloped By WOOHOSTBD