ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে ৫২ তম মহান বিজয় দিবস ২০২৩ এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার সকাল ০৮.০০ ঘটিকায় শহরের গোয়ালচামটস্থ মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি ফলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন জনাব মো. কামরুল আহসান তালুকদার পিএএ, এবং জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন
মো: শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
পরবর্তীতে জেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর পৌরসভা, ফরিদপুর সদর উপজেলা জেলা ক্রীড়া সংস্থা , আবাহনী ক্রীড়াচক্র, ফরিদপুর প্রেসক্লাব, সরকারি রাজেন্দ্র কলেজ, সারদা সুন্দরী মহিলা কলেজ, এলজিইডি, সড়ক ও জনপথ সরকারি ইয়াসিন কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, উদীচি, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কমিউনিস্ট পার্টি, ফরিদপুর আইনজীবী সমিতি, আনসার ও ভিডিপি, ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল সার্জন, জেলা ক্রীড়া অফিস, লায়ন্স ক্লাব, সমকাল সুহৃদ সমাবেশ,প্রথম আলো বন্ধুসভা, রোটারি ক্লাব,
ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, সহ রাজনৈতিক-সামাজিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্নাঢ্য বিজয় র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ জামাল স্টেডিয়ামের পাশে গণ কবর এ গিয়ে শেষ হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার শান্তিকামনায় শেখ জামাল স্টেডিয়ামের পাশে গণ কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এরপর ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগ শহরের শেখ জামাল স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় ।
এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিকেলে বিজয় দিবস উপলক্ষে উপলক্ষে প্রদর্শনী ফুটবল খেলার আয়োজন করেছে জেলা প্রশাসন বনাম ফরিদপুর পৌরসভা একাদশ। এছাড়া সন্ধ্যায় ফরিদপুর পুলিশ লাইন এ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ।
Devoloped By WOOHOSTBD